বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মৃত বন্ধুকে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল দল ভারতের বিপক্ষে অসাধারণ খেলেছে। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার (২৩ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। দলকে সেমিফাইনালে তুলেছেন দলের স্ট্রাইকার তহুরা খাতুন। ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন তিনি। তার গোল দুটি দেখার মতো ছিল। ম্যাচসেরা খেলোয়াড় বাছাই করতে গিয়ে সাফের কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছে।

কারণ, আক্রমণভাগে ঋতুপর্ণা চাকমা অসাধারণ খেলেছেন। গোলরক্ষক রূপনা চাকমা চোখ ধাঁধানো সেভ করেছেন। সবাই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। জোড়া গোলের কৃতিত্ব তহুরাকে এগিয়ে রেখেছিল। ম্যাচসেরা পুরস্কার ২৫ হাজার নেপালি রুপি পেয়েছেন তহুরা। ‘আমরা পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিলাম। ভালো খেলতে পারিনি। এ কারণে ভারতের বিপক্ষে আমাদের টার্গেট ছিল ১২০ ভাগ দিয়ে খেলব। আমরা সেভাবে চেষ্টা করেছি-বললেন তহুরা খাতুন।

পুরস্কার হাতে নিয়ে তহুরা বলেন, ‘আমার ফ্রেন্ড মারা গেছেন। আমার এই পুরস্কার তাকে দিলাম।’ তহুরা আবেগাপ্লুত ছিলেন। তার কাছে স্মরণীয় মুহূর্ত এটি। আর সেই ক্ষণে তহুরা স্মরণ করলেন গত সাফ জয়ী বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে। তহুরা বলেন, ‘আমি তাকে মিস করছি। ছোটন স্যারকে ধন্যবাদ। আমাকে প্রথম থেকে যারা সহযোগিতা করে আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com