সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও ফার্মগেট ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ  দেশে কোন জঙ্গি নেই ; স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া

আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের: সাকি

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ আগামী নির্বাচন একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে।

আগামী সংসদে কী কী মৌলিক পরিবর্তন হবে সেগুলো নিয়ে আরও আলোচনা করতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এই সংলাপের আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচন জন-ঐক্যের সংস্কারের নির্বাচন হতে হবে। সেরকম সংস্কার সভা তৈরির জন্য আমাদের সবাইকে জন-ঐক্য তৈরি করতে হবে। আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করা ছাড়াও সরকারকে শহিদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং শহিদ ব্যাক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সঙ্গে বলব মানুষ দ্রব্যমূল্যে নাকাল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।

জোনায়েদ সাকির মতে, ১৯৭১ সালে পূর্ব প্রজন্ম যে স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন প্রতিষ্ঠা করেছে তরুণরা। তিনি বলেন, আজকে একাত্তরের স্বপ্নের ধারাবাহিকতায় তরুণরা চব্বিশের বাস্তবায়ন করেছে। ২০২৪ সালকে হাজির করা হচ্ছে ৭১ সালের বিপরীতে। ৭১ সালে রক্ত দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। ২৪ সালে ৭১ কে পুন:প্রতিষ্ঠা করা হয়েছে। ৭১ এর ধারাবাহিকতায়ই বাংলাদেশ চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com