আন্তর্জাতিক ডেস্ক: মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি আরবের এক দম্পতি। রাজধানী রিয়াদ থেকে ৪০০ কিলোমিটার দূরে একটি মরুভূমিতে তাঁবু খাটান ওই দম্পতি। সেখানেই তাদের করুণ পরিণত ঘটে। খবর গালফ নিউজ
ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য তারা তাঁবুর ভেতর কয়লা জ্বালিয়েছিলেন। এর থেকে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কাবলেন আল-শারারি ও তার স্ত্রী। মূলত, মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপন করতে গিয়েছিলেন তারা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা উদ্ধারের জন্য আবেদন করেন। পরে একটি উদ্ধারকারী দল অনেক খোঁজাখুঁজি করে সাকাকার মরুভূমিতে একটি তাঁবুর ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, তাবুর ভেতরে কয়লা জ্বালানোর কারণে বাতাসে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিল। ফলে তারা বিষক্রিয়ার শিকার হয়ে মারা যান।
এ ঘটনার পর দেশটির সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, কয়লা বা কাঠ জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে, ঘরের ভেতরে বা তাঁবুর মতো বদ্ধ স্থানে তা জ্বালানো উচিত নয়।