শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু দক্ষিণ আফ্রিকার মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি দম্পতি দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল পরিপূর্ণ সংষ্কার করতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার : আমিনুল হক দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা অপরাধীদের  বিচারের দাবিতে উত্তরায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু দক্ষিণ আফ্রিকার

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে জয় দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করলো দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে।আগে ব্যাট করে ৩১৬ রান করে তারা। জিততে হলে রেকর্ড রান করতে হতো আফগানিস্তানকে। তবে আফগানরা থেমেছেন ২০৮ রানে।

তবে আফগানদের হয়ে একাই লড়ে গেছেন রহমত শাহ। অল্পের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা পাননি তিনি। খেলেছেন ৯০ রানের ইনিংস, এতে ৯ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।

এ ছাড়া আফগানদের আরও ছয় ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করলেও কেউ ২০ রান করতে পারেননি। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান।

ইনিংসের শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখে কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিডিরা। রহমতউল্লাহ গুরবাজকে (১০) আউট করে শুরুটা লুঙ্গি করলেও আফগানদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন রাবাদা। ৮৯ রান পার হতে না হতেই ৫ ব্যাটার ড্রেসিংরুমে ফেরেন। তার মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবাদা।

লুঙ্গিও নেন ২ উইকেট। সমানসংখ্যক উইকেট নেন উইয়ান মুল্ডারও। বাকি দুই বোলার মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নেন একটি করে। এতে ৪৩ দশমিক ৩ ওভারে অলআউট হয় আফগানিস্তান।

এর আগে রায়ান রিকেলটনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৩১৫ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। এছাড়াও টেম্বা বাভুমা ৫৮, রাসি ফন ডার ডুসেন ৫২ ও এইডেন মার্করাম ৫২ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com