সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে : ড. ইউনূস সেমি-ফাইনালের আগে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে: তারেক রহমান তালেবানের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রচারে ফিরলো আরেজো টিভি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেছেন সেনাবাহিনী প্রধান ক্ষেতলালে ভোটার দিবসকে কেন্দ্র করে বইছে সমালোচনার ঝড় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি কাল চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দিলেন- আমিনুল হক ভারতের বিপক্ষে উদীপ্ত থাকে বাংলাদেশ’

সেমি-ফাইনালের আগে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা

  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: স্টিভেন স্মিথ আগেই আভাস দিয়ে রেখেছিলেন। অস্ট্রেলিয়ান অধিনায়কের সেই শঙ্কাই সত্যি হলো। চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে পড়লেন ম্যাথু শর্ট। ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে তো বটেই, অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেও খেলতে পারবেন না এই অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে সেমিফাইনালে তো বটেই, চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অস্ট্রেলিয়া উঠলেও খেলতে পারবেন না এই অলরাউন্ডার। শর্টের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন কুপার কনোলি। ১৫ জনের স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে আগে থেকেই দলের সঙ্গে ছিলেন তরুণ এই স্পিনিং অলরাউন্ডার।

শর্টের না থাকা অস্ট্রেলিয়ার সম্ভাবনায় বেশ বড় আঘাতই বলত হবে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫২ রান তাড়ায় দলকে ভালো সূচনা এনে দিয়েছিলেন তিনি ৬৩ রানের ইনিংস খেলে। পরে আফগানিস্তানের বিপক্ষে করেন ১৫ বলে ২০। আফগানদের বিপক্ষে বল হাতে উইকেট না পেলেও ৭ ওভারে রান দেন মাত্র ২১। আফগানদের বিপক্ষে ম্যাচেই ইনিংসের শেষ দিকে উরুর চোটে পড়েন শর্ট। পরে যদিও ইনিংস ওপেন করেন তিনি। তবে ম্যাচের পরই অধিনায়ক স্মিথ বলেছিলেন, সেমিফাইনালের আগে এই অলরাউন্ডারের সেরে ওঠার সম্ভাবনা সামান্য।

একাদশের ভারসাম্যের জন্য শর্ট ছিলেন জরুরি। সেমিফাইনালে দুবাইয়ের উইকেটে তার বোলিং দলের জন্য হতে পারত গুরুত্বপূর্ণ। শর্ট না থাকায় সেমিফাইনালে ওপেনিংয়ের জন্য জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে বেছে নিতে পারে অস্ট্রেলিয়া। তবে তার কাছ থেকে বোলিং পাওয়া যাবে না। শর্টের বদলি কনোলি সরাসরি একাদশে ঢোকার বিবেচনায় থাকবেন প্রবলভাবে।

দুবাইয়ের উইকেট টুর্নামেন্টের শুরু থেকেই মন্থর। রবিবার (২ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত নেমেছিল চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। ৪৫.৩ ওভারের মধ্যে ৩৭.৩ ওভারই স্পিন দিয়ে চালিয়ে ভারত ম্যাচ জিতে নেয় সহজে। ৫ উইকেট শিকার করেন আসরে প্রথম খেলতে নামা বরুন চক্রবর্তি। নতুন বলে যদিও কাইল জেমিসন ও ম্যাট হেনরি সহায়তা পেয়েছিলেন বেশ, তবে উইকেট পরিষ্কারভাবেই ছিল স্পিনারদের পক্ষে। লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার সঙ্গে তাই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কনোলিকে যোগ করতে পারে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৩টি ওয়ানডে খেলেছেন কনোলি। রান করেছেন মোট ১০, উইকেট পাননি। ২১ বছর বয়সী অলরাউন্ডারকে দারুণ সম্ভাবনাময় মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। গত মাসে শ্রীলঙ্কায় টেস্ট অভিষেকও হয়েছে তার। টি-টোয়েন্টি খেলেছেন দুইটি। ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি হবে মঙ্গলবার (৪ মার্চ)। অস্ট্রেলিয়া জিতলে ফাইনাল খেলতে তাদেরকে আবার ফিরতে হবে লাহোরে। ভারত জিতলে ফাইনাল হবে দুবাইয়েই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com