জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যথারীতি লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।
স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা ৭টায় গুলশান চেয়ারপারসনের অফিসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।