জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, গিয়াস কাদের চৌধুরী এবং জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে।
রোববার সন্ধ্যার পরে পৃথক সময় তারা রাজধানীর ইউনাইটেড হাসপাটালে ভর্তি হন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গিয়াস কাদের চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। ব্যারিস্টার শাহজাহান ওমর অসুস্থ বোধ করায় ভর্তি হয়েছেন, তবে তার কী হয়েছে, এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে সাফারাত ওয়াসিউদ্দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। টুকুর ছেলেকে সিসিইউতে রাখা হয়েছে।