রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১৩ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ গায়ক ও অভিনেতার বিরুদ্ধে সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফের যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়ল রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা আ. লীগ, ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা উত্তরায় সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ তারেক রহমানের নওগাঁ আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে, এটিম মাঠে সমাবেশ নির্ধারণ গাকৃবিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত অমানবিক রাষ্ট্র নয়, গড়তে চাই মানবিক বাংলাদেশ’—আমিনুল হক আমরা মুসলমানের ঘরের সন্তান কোরআন ও হাদিসকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ইসলাম পালন করি; এসএম জাহাঙ্গীর

আ. লীগ, ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ বা ছাত্রলীগের পরিচয়ের কারণে নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তবে কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা।

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’

উপদেষ্টা আরও বলেন, গতবারের চেয়ে এবার ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। তবে আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আলু চাষিরা এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সরকারের আলু চাষিদের প্রণোদনা দেয়ার চিন্তা-ভাবনা আছে।

পেঁয়াজসহ অন্যান্য ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শাক-সবজির উৎপাদনও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার চাইছে যেন পুরো মৌসুমজুড়ে সবজির দাম সহনীয় থাকে। এছাড়া সরিষা উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৮৬ শতাংশ। এসব সংরক্ষণে সরকার কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াচ্ছে।

সারের মজুদ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি নন ইউরিয়া সার মজুদ আছে। ১৯৬১ সালের পর এর এটি সবচেয়ে বেশি মজুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com