হাফসা আক্তার :
রাজধানীর উত্তরা রানাভোলা কাউন্সিলর মাঠে সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল ২৫ জানুয়ারি ২০২৬ ইং (রবিবার) আয়োজিত এই মানবিক কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্যেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ফোরামের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান। তিনি বলেন,মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই আজকের এই আয়োজনের মূল লক্ষ্য।বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমানুল্লাহ ভূঁইয়া, আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি মোঃ হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি হাজী মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি ,মোঃ মহিউদ্দিন সোহাগ রাজা, যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি
মোঃ চান মিয়া বেপারী, যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মোঃ রিপন হাসান খন্দকার, মোঃ মতিউর রহমান মতি, মোঃ বিপব হোসেন যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি
আমন্ত্রিত অতিথিরা এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আবদুল আলী, আহ্বায়ক সদস্য, তুরাগ থানা বিএনপি
মোঃ সোহেল রানা, সভাপতি, ৫৩ নং ওয়ার্ড বিএনপি মোঃ নাজির মিয়া, সভাপতি, মৎস্যজীবী দল, তুরাগ থানা
মোঃ কামাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ট্রেড কর্পোরেশন
মোঃ জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, জে আর ট্রেড কর্পোরেশন
মোঃ রাজিব খান, চেয়ারম্যান, ঢাকা ট্রেড কর্পোরেশন সভাপতিত্ব ও সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সোহাগ মিয়া, সভাপতি, সাংবাদিক কল্যাণ ফোরাম, উত্তরা।
সঞ্চালনায় ছিলেন মোঃ আব্দুল সালাম, সহ-সভাপতি, ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি।
সৌজন্য ও সার্বিক সহযোগিতা
এই মানবিক আয়োজনের সৌজন্যে ছিলেন মোঃ চান মিয়া বেপারী।
সার্বিক সহযোগিতায় ছিলেন
মোঃ শফিকুল ইসলাম, মোঃ মিরাজ সিকদার, শফিক, শহিদুল ইসলাম, খোকন, মোঃ জুয়েল রানা, মোঃ জনি মিয়া, মোঃ সোহাগ, হোসাইন, মোঃ মিজান, মোছাঃ রিয়া মনি ও মোছাঃ মনিকা।মানবিক বার্তা আয়োজকরা বলেন,শীতের কষ্ট লাঘবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকেই এই উদ্যোগ।দোয়া মাহফিল শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।