সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভারতে পলাতক হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত চরফ্যাশনে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন ইউনিট অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ১৩ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ গায়ক ও অভিনেতার বিরুদ্ধে সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফের যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়ল রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা আ. লীগ, ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

তারেক রহমানের নওগাঁ আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে, এটিম মাঠে সমাবেশ নির্ধারণ

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, নওগাঁ: রশিদুল হক জীবনঃ

 

জাতীয় রাজনীতিতে নতুন করে গতি আনতে উত্তরাঞ্চলমুখী নির্বাচনি প্রচারণায় নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ জানুয়ারি নওগাঁ সফর করবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।

রোববার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সমাবেশ আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে প্রতিনিধি দলটি সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। দীর্ঘ পর্যালোচনা শেষে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠকে সমাবেশের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়।

পরিদর্শন শেষে নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। তিনি জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান আগামী ২৯ জানুয়ারি রাজশাহী সফর করবেন। সেখানে কর্মসূচি শেষে তিনি নওগাঁয় আসবেন এবং পরবর্তীতে বগুড়া সফর করবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তারেক রহমানের এই সমাবেশে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের জনগণের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ব্যবস্থা এবং ভবিষ্যৎ রাষ্ট্রপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

তিনি বলেন, নওগাঁর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, এটিম মাঠের এই জনসমাবেশ জনস্রোতে পরিণত হবে এবং উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন বার্তা দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী ডা. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলামসহ জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com