কাজী স্বাধীনঃ
উত্তরাঞ্চলমুখী নির্বাচনি প্রচারণায় নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ জানুয়ারি নওগাঁ সফর করবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।
রোববার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সমাবেশ আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে প্রতিনিধি দলটি সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। দীর্ঘ পর্যালোচনা শেষে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠকে সমাবেশের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়।
পরিদর্শন শেষে নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। তিনি জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান আগামী ২৯ জানুয়ারি রাজশাহী সফর করবেন। সেখানে কর্মসূচি শেষে তিনি নওগাঁয় আসবেন এবং পরবর্তীতে বগুড়া সফর করবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তারেক রহমানের এই সমাবেশে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের জনগণের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ব্যবস্থা এবং ভবিষ্যৎ রাষ্ট্রপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
তিনি বলেন, নওগাঁর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, এটিম মাঠের এই জনসমাবেশ জনস্রোতে পরিণত হবে এবং উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন বার্তা দেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা,যুবদলের আহ্বায়ক টিপু সদস্য সচিব মোক্তার জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ পলাশ সহ অনেকে নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী ডা. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলামসহ জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থী সহ বিএনপির সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। সবাই আশা করছেন কয়েক লক্ষাদিন মানুষের ও বেশী জনগন উপস্হিতি হয়ে চেয়ারম্যান কে দেখিয়ে দিবেন নওগাঁর মাটি বিএনপির ঘাটি তা প্রমান সহ উত্তরের সাবেক ১৬ জেলাতেই তাদের সকল আসন পুনরাই নিজেদের দখলে নিতে বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন ফিরে পাবার আশায়।