চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন ইউনিট। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় দুলারহাট থানার নীলকমল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলা যুব রেড ক্রিসেন্টের এই মানবিক কর্মসূচির আওতায় তেতুলিয়া নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকার হতদরিদ্র ও আশ্রয়হীন মানুষ শীতবস্ত্র সহায়তা লাভ করেন। উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন উপজেলা রেড ক্রিসেন্ট টিম লিডার মোবাশ্বের আলম নিশাত। হাড়কাঁপানো শীতে কম্বল হাতে পেয়ে এ সময় অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। কম্বল বিতরণকালে টিম লিডার মোবাশ্বের আলম নিশাত বলেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। উপকূলীয় অঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাহাবুব আলম, ডেপুটি টিম লিডার-১, জিহাদ, উপপ্রধান, দুর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগ মারুফ, প্রধান, তহবিল বিভাগ হাবিব, প্রধান, আইসিটি ও মিডিয়া বিভাগ
সাগর, উপপ্রধান, প্রশিক্ষণ বিভাগ অনুষ্ঠানে ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। প্রতিকূল আবহাওয়ায় রেড ক্রিসেন্টের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।