মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভার নান্দনিক মঞ্চ প্রস্তুত নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল দেশনায়কের জন্য উত্তরায় মঞ্চ প্রস্তুত; নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা লাল গালিচার রাত: গোল্ডেন গ্লোবস ২০২৬ বিজয়ীরা নওগাঁয় বেডোর স্মার্ট প্রকল্পের আয়োজনে  পরিবেশ শিক্ষা দিবস পালন  ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে রাজপথে গণজোয়ার নিয়মের তোয়াক্কা না করে আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ভবন নির্মাণের অভিযোগ

নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে

উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সন্ধযায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরায় বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-১৮ আসনের উত্তরা আজমপুরে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তরার রাজপথে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এসময় ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হাজার হাজার মানুষ উত্তরা ঢাকা ময়মনসিংহ মহা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্বাগত জানান।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ দলের প্রধানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন বিএনপির প্রধান তারেক রহমানের আগমনে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আশার কথা জানিয়ে তিনি বলেন, আমি গর্বিত যে এই আসনে দল আমাকে মনোনীত করেছেন। আর সেই আসনে আজ আমাদের লিডার আসছেন। এটা আমাদের এই আসনের ভোটারদের মাঝে আশার আলো জাগাবে বলে মনে করি।

এরআগে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) ঢাকা-১৮ আসনের উত্তরা আজমপুরে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তরার রাজপথে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল ১১টায় উত্তরা আজমপুর এলাকায় ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরকে স্বাগত জানাতে কয়েক হাজার নেতাকর্মী রাস্তার পাশে অবস্থান নেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

এরপর এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উত্তরার আজমপুরস্থ জনসভাস্থলে গিয়ে শেষ হয়। আজ সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, তারেক রহমান আজ সকালে গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে দুপুর ২টা ৩০ মিনিটে সার্কিট হাউস মাঠে জনসভা শেষে সন্ধ্যা ৬টায় গাজীপুর হয়ে রাত ৭টায় উত্তরার এই জনসভায় যোগ দেবেন।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী।

এস এম জাহাঙ্গীর হোসেন এসময় তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে দেশনায়ক তারেক রহমানকে আমাদের মাঝে পেয়ে কর্মীরা উজ্জীবিত। উত্তরা-১৮ আসনের মাটি আজ ধানের শীষের জোয়ারে ভাসছে।”

উল্লেখ্য, তারেক রহমানের এই ঢাকা সফরকে কেন্দ্র করে বিমানবন্দর সড়ক ও উত্তরার আজমপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে লক্ষ করা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com