হাফসা আক্তার :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরা আজমপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভা সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে। সভাকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সরেজমিনে দেখা গেছে, জনসভা উপলক্ষে বিশাল আকারের মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। মঞ্চে স্থাপন করা হয়েছে বড় এলইডি স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জা। সভাস্থল এবং আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীকে সাজানো হয়েছে।
বড় ধরনের জনসমাগম সামাল দিতে সভাস্থলের চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বিএনপির স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নজরদারি রয়েছে।
ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে উত্তরা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন।
দলীয় নেতারা জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি নির্বাচনী বক্তব্যকে কেন্দ্র করে এই জনসভা উত্তরার রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। তারা আশা করছেন, আজকের জনসভা আগামী নির্বাচনে দলীয় অবস্থান আরও শক্তিশালী করবে।