হাফসা আক্তার ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মিথ্যাবাদীদের বিশ্বাস করবেন না। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের মনে রাখতে হবে— আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। জনগণ যদি আপনাদের মিথ্যাবাদী মনে করে, তাহলে ভবিষ্যতে আর সুযোগ দেবে না।”
সোমবার দুপুর ৩টায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে তারেক রহমানের সভার মঞ্চের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর আরও বলেন, “সত্য ও বাস্তবতার ভিত্তিতে রাজনীতি করতে হবে। বাস্তবতার বিপক্ষে কিছু করলে মানুষ রাজনীতি থেকে আপনাদের ছুঁড়ে ফেলবে। আমার সব রাজনৈতিক দলের প্রতিই শ্রদ্ধা আছে, এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও সম্মান রয়েছে।”
জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাকে চেনেন। গত ৩০ বছর ধরে এই এলাকায় রাজনীতি করছি। দুর্যোগ ও সংকটে আপনাদের পাশে থেকেছি। রাজনীতি করতে গিয়ে ৩২৯টি মামলা মোকাবিলা করেছি, জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি— শুধুমাত্র আপনাদের কথা ভেবে।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপপ্রচার চালায়, আপনারা আগে যাচাই করবেন। যদি অপবাদ সত্য না হয়, তবে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবেন।”