মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চলচ্চিত্র প্রযোজক সমিতির নতুন কমিটি শপথ নিচ্ছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ২৯৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জুলাই। ফলাফলে প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল নির্বাচিত ১৯ জন প্রযোজকের নাম ঘোষণা করেন।

সেখানে সর্বাধিক ১২১ ভোট পেয়ে ১ নাম্বার জয়ী হিসেবে নির্বাচিত হন প্রযোজক খোরশেদ আলম খসরু। তাকেই সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন বিজয়ীরা। গত ২৯ জুলাই দ্বিতীয় ধাপের ভোটে প্রথম ধাপের নির্বাচিত ১৯ জন প্রযোজক ভোট প্রদানের মাধ্যমে নতুন কমিটির বিভিন্ন পদের প্রার্থীদের নির্বাচন করেন।
সেই ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাক শাসমুল আলম। এছাড়া উর্ধ্বতন সহ-সভাপতি পদে কামাল কিবরিয়া লিপু, সহ-সভাপতি পদে মো. শহীদুল আলম, সহকারি সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল ও মো. আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান সিদ্দিকী মনির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোর্শেদ খান হিমেল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইলা জাহান নদী।

চলচ্চিত্র প্রযোজক সমিতির নতুন কমিটি শপথ নিতে যাচ্ছে আগামী কাল (৭ আগস্ট)। এই দিন সন্ধ্য ৭টায় প্রযোজক সমিতির নতুন কমিটির সকলকে শপথ বাক্য পাঠক করাবেন প্রধান নির্বাচন কমিশনার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেনে খোরশেদ আলম খসরু। তিনি জানান, নির্বাচিত এই নতুন কমিটি আগামী ২০১৯-২০২১ সাল পর্যন্ত চলচ্চিত্রের মাতৃসম সংগঠনটিকে নেতৃত্ব দেবে।

২৭ জুলাই প্রথম ধাপের নির্বাচনে ১৩৪ জন ভোটার ওই ১৯ জনকে নির্বাচিত করেন। নির্বাচিত হন খোরশেদ আলম খসরু (১২১), সামসুল আলম (১১৭), ইস্পাহানি (১১৩), কামাল মোহাম্মাদ লিপু (১১০), মেহেদী হাসান সিদ্দিকী মনির (১০৬), মোর্শেদ খান হিমেল (১০৩), রশিদুল আমিন হলি (১০০), জাহিদ হোসেন (৯৮), এ. জে. রানা (৯৬), মোহাম্মদ হোসেন (৯৫), ইয়ামিন হক ববি (৮৬), কামাল লিপু (৮১), অপূর্ব রানা (৮০), নাদির খান (৭৯), শহিদুল আলম (৭৬), ইকবাল হোসেন জয় (৭৩), ইলা (৭২), ড্যানি সিডাক (৬৯) এবং সর্বশেষ ৬৫ ভোট পেয়ে ১৯ নম্বর বিজয়ী হিসেবে নির্বাচিত হন আলিমুল্লাহ খোকন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এফবিসিসিআইয়ের অঙ্গ সংগঠন। তাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। সদস্য হিসেবে ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন (উপসচিব), মো. খাদেমুল ইসলাম (সহকারী প্রোগ্রামার)। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আবদুর রহিম খান (যুগ্ম সচিব), সদস্য আবদুছ সামাদ আল আজাদ (যুগ্মসচিব), সৈয়দা নাহিদা হাবিবা (উপসচিব)।

মামলা ও নানা জটিলতার কারণে সাত বছর বন্ধ ছিল এই সমিতির নির্বাচন। এর আগে নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com