ক্রীড়া প্রতিবেদক: পুরুষ দলের আপাততঃ কোন কার্যক্রম না থাকলেও বাংলাদেশের নারী দল ব্যস্ত হয়ে উঠবে কিছুদিন পরই। আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে নারী জাতীয় দল। প্রায় একই সময় (অক্টেবারের ১৮-১৯) শ্রীলঙ্কায় খেলতে যাবে নারী ইমার্জিং দল।
এদিকে তারও আগে ব্যস্ত সময় কাটবে নারী ‘এ’ দলেরও। বাংলাদেশে খেলতে আসছে ভারতীয় নারী ‘এ’ দল।আগামীকাল রাজধানীতে পা রাখবে ভারতীয় নারীরা। তিনটি একদিনের (৫০ ওভারের) ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় নারী দল। ওই দলের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ নারী ‘এ’ দল সাজানোও শেষ।
৪, ৬ ও ৮ অক্টোবর তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে ভারতীয় নারী ‘এ’ দল। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ১১, ১২ ও ১৪ অক্টোবর কক্সবাজার স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে ওই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য শায়লা শারমিনকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দলের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ‘এ’ দল
শায়লা শারমীন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মনি, মুর্শিদা খাতুন, মুমতা হেসান হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ঞা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরায়া আজমিন, পূজা চক্রবর্তী, সোবহানা মুস্তারি, ফারজানা হক পিংকি।