অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের নারী সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট বুশরা আল তাওয়েলকে গ্রেপ্তার করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সম্প্রতি ফিলিস্তিনের বার্তা সংস্থায় এই খবর প্রকাশ করেছে।
বুধবার(১১ ডিসেম্বর) সকালে দখলদার ইসরায়েলি বাহিনী বুশরা আল তাওয়ালকে পশ্চিম তীরের আল বিরেহ শহরে তার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।প্রসঙ্গত, বুশরা ইসরায়েলি কারাগারগুলোয় অবস্থান করা ফিলিস্তিনি বন্দীদের নিয়ে প্রতিবেদন করতেন এবং ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট হিসেবেও পরিচিত ছিলেন।
বুশরাকে গ্রেপ্তারের মাত্র এক সপ্তাহ আগেই তার বাবা জামাল আল তাওয়েল ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান।তাকে ১ বছর ৮ মাস ধরে আটকে রেখেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি দখলদার বাহিনী এর আগেও ফিলিস্তিনি এই সাংবাদিককে বেশ কয়েকবার আটক করেছিল। বুশরাকে গ্রেপ্তারের সময় পুলিশ তার বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি ফিলিস্তিনিদের বাড়ি ভাংচুর এবং লুটপাট করে।
এসময় ফিলিস্তিনি তরুণদের সঙ্গে ইসরায়েলি পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।ফিলিস্তিনিরা তাদের উপর পাথর ছুঁড়ে মারে। অপরদিকে ইসরায়েলি পুলিশ তাদের বিরুদ্ধে গ্যাসের টিন, গোলাবারুদ এবং স্টিলের প্রলেপ দেয়া রাবার বুলেট ব্যবহার করে।