নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেয়া হলেও সংবাদপত্র- এর আওতামুক্ত থাকবে।
পুলিশ সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে পুলিশের সব কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সদর দফতর থেকে।
এর আগে ৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত ছুটিকালীন জরুরি সেবাসহ সংবাদপত্র আওতামুক্ত থাকবে।
এছাড়া গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি এবং অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্যসেবা ও সংবাদপত্রসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠান চালু থাকবে।