নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমন রোধে মাঠে কর্মরত গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় মালিকপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন গণমাধ্যম আমাদের অধিকার নামের একটি সংস্থা ।
সংস্থাটি জানায়, অবিলম্বে এ পদক্ষেপ নিন অন্যথায় সাংবাদিকদের কিছু হলে তার চিকিৎসা ও পরিবারের দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।
এক বিবৃতে গণমাধ্যম আমাদের অধিকার (ফেসবুক গ্রুপ) সংস্থার সদস্য খাজা মেহেদী শিকদার এ অনুরোধ জানান।
বিবৃতিতে খাজা মেহেদী শিকদার বলেন, করোনা ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশ ঝুকিতে রয়েছে। তাছাড়া সব চেয়ে বেশি ঝুকিতে দেশের গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে দেশের চলমান সংকটে বিশেষ ভূমিকা রাখে এজন্য তাদের সবর্প্রথম নিরাপত্তার প্রয়োজন।
বিবৃতিতে আরো বলা হয়, করোনা ভাইরাসে ইতিমধ্যে সাধারণ মানুষের পাশাপাশি হু হু করে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হয়েছে। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে সংবাদ সংগ্রহ থেকে বিরত রাখুন। অন্যথায় তাদের দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে। এ ভাইরাস মোবাকেলার বিশেষ প্রণোদনার দাবি করছি।
বিবৃতিতে খাজা শিকদার বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধের অজুহাত ধরে নামে যে সমস্ত গণমাধ্যম এখনও সাংবাদিকদের বেতন ও ঝুকি ভাতা প্রদান করেননি তাদের অবিলম্বে বেতন ভাতা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।