মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনায় সাবেক জাপানি কূটনীতিকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১৮৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপ্রিলের শেষদিকে মারা গেছেন সাবেক জাপানি কূটনীতিক ও সাবেক প্রধানমন্ত্রীদের উপদেষ্টা ইউকিও ওকামোতো। আজ শুক্রবার তার কনসালটেন্সি এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে।

১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেওয়ার পর তখনকার প্রধানমন্ত্রী রিউতারো হাশিমোতোর উপদেষ্টা হন ইউকিও। জাপানে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি ওকিনাওয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তখনকার প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির উপদেষ্টা ছিলেন ইউকিও। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজি সেন্টারের আন্তর্জাতিক স্টাডির রিসার্চ ফিলো ছিলেন ৭৪ বছর বয়সী এই কূটনীতিক।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে’র কাছে দেওয়া বক্তব্যে ইউকিওকে যুক্তরাষ্ট্র-জাপান সুসম্পর্ক বজায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সত্যিকারের দেশপ্রেমিক বলেছেন সাবেক মার্কিন ডিফেন্স কর্মকর্তা রিচার্ড আরমিটেজ। টোকিও গভর্নর ইউরিকো কোইকে টুইটারে লিখেছেন, ‘তার মৃত্যু একটা ধাক্কা এবং তাও আবার করোনাভাইরাসে!’

জাপানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। এছাড়া ৫৯০ জনের ‍মৃত্যুর খবর জানিয়েছে এনএইচকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com