জ্যেষ্ঠ প্রতিবেদক : মহাখালীর প্রধান সড়কে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরে মালিক, বিজিএমইএ ও পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ থেকে সরে যান তারা।
শনিবার (১৬ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বেতন দেওয়ার প্রস্তুতি চলছিল।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেন। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে। ’
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, কারও এক মাস কারও দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু সমাধান না হওয়ায় শনিবার সকাল ১০টার দিকে মহাখালী-বনানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।