বিনোদন প্রতিবেদক: উঠতি গায়ক মাইনুল আহসান নোবেল। পশ্চিমবঙ্গের গানের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সেখানে বাংলাদেশের শিল্পীদের গান কভার গেয়েই পরিচিতি পেলেন। কিছুটা জনপ্রিয়তা পেয়ে তাদেরকেই অপমান করলেন বাজে মন্তব্য করে। তা দেখে চুপ থাকেনি সঙ্গীতপ্রেমীরা। কারণ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাস ঠুনকো নয়। সমালোচনার ঝড় উঠেছিল।
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে প্রশাসনের জেরার মুখেও পড়তে হয়। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ওই যাত্রায় রক্ষা পান এই বিতর্কিত নোবেল। এবার প্রকাশ হলো এই গায়কের মৌলিক গান ‘তামাশা’। নোবেলের এই নিম্নমানের গান ও ভিডিও শ্রোতারা ছুঁড়ে ফেললেন। মুক্তির ১৫ ঘণ্টার মধ্যে ৫ লাখ ৬০ বার দেখা হয়েছে গানটি। এর মধ্যে ১ লাখ ৬৮ হাজার ডিজ লাইক পড়েছে। আর লাইক দিয়েছেন মাত্র ২৩ হাজার মানুষ। ৩৫ হাজারের বেশি মন্তব্যের মধ্যে বেশির ভাগ মানুষই তাকে তিরস্কার করেছেন।
কোনও গানের ক্ষেত্রে ডিজলাইক মানে অপছন্দের নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন নোবেল এমনটাই মনে করছেন সঙ্গীতপ্রেমীরা।
এদিকে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে কুৎসা ছড়ানোর অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন ত্রিপুরার এক যুবক। জানা গেছে, ভারতে গেলেই গ্রেপ্তার করা হবে নোবল।