তথ্যপ্রযুক্তি ডেস্ক: মহাজাগতিক বিস্ময়ের পৃথিবীবাসী সাক্ষী হতে চলেছে আজ রবিবার। চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে আকাশে৷ কোনও টেলিস্কোপ ছাড়াই৷ একেবারে খালি চোখে৷
এই গ্রহগুলো হল, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি৷ এই ৫ গ্রহকে আকাশে খালি চোখে দেখা যাবে রবিবার৷ এই বিস্ময় দেখতে আপনাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে৷
গবেষকরা জানাচ্ছেন, ৫টি গ্রহকে খালি চোখে আকাশে দেখতে গেলে সূর্য ওঠার কম করে ১ ঘণ্টা আগে আকাশের দিকে তাকাতে হবে৷ তাহলেই এই মহাজাগতিক বিস্ময় চোখে পড়বে৷
যদি এ বারে এই দৃশ্য কোনও ভাবে মিস করেন, তাহলে ফের ৫ গ্রহকে একসঙ্গে আকাশে দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে ২০২২ সালের জুন মাস পর্যন্ত৷
মহাকাশ গবেষক জেফরি হান্ট সংবাদমাধ্যম সিনেটকে জানিয়েছেন, উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে সূর্য ওঠার ঘণ্টা খানেক আগে৷ বুধকে দেখা যাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে৷