শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চার নদীবন্দরে কাকলী প্রধানের আলোকচিত্র প্রদর্শনী ‘নদী নেবে!’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের চারটি নদীবন্দরে চলছে ‘নদী নেবে!’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে আলোকচিত্রী কাকলী প্রধানের তোলা ১০০টি ছবি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা নদীবন্দরে (সদরঘাট লঞ্চ টার্মিনাল) প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। বিশেষ অতিথি ছিলেন স্থপতি ইকবাল হাবিব, বিআইডব্লিউটিএর পরিকল্পনা ও পরিচালন সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিশু সংগঠন ‘ইকরিমিকরি’। প্রদর্শনীতে সহযোগিতা করছে বিআইডব্লিউটিএ।

আয়োজক সংস্থা ইকরিমিকরি জানিয়েছে, ঢাকা নদীবন্দরের পাশাপাশি নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর নদীবন্দরে একযোগে প্রদর্শন করা হচ্ছে ১০০ নদীর আলোকচিত্র। এতে বাংলাদেশের নদ-নদীর বিপন্নতা তুলে ধরা হয়েছে।

আলোকচিত্রী কাকলী প্রধান ‘ইকরিমিকরি’র অন্যতম উদ্যোক্তা। সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা এবং শিশুদের কাছে নদীর রূপ ও প্রকৃতি তুলে ধরার জন্য অনেকদিন ধরে কাজ করছেন কাকলী প্রধান ও ইকরিমিকরি।

ঢাকা/সাওন/রফিক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com