ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় কুড়িগ্রামে পড়েছে কনকনে শীত। দেখা নেই সূর্যের। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
তিনি বলেন, শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দিনেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়া চিলমারী নৌ-বন্দর ও সদরের মোগলগাছা নৌ-ঘাট থেকে ৪-৫ ঘণ্টা দেরিতে চলাচল করছে নৌ-যানগুলো।
জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, শীতের কষ্ট লাঘবে জরুরিভিত্তিতে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডারে মজুদ রয়েছে আরো ১৫ হাজার কম্বল।