নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল বৈঠকে অংশ নিতে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ১২ অক্টোবর তিনি ইতালির রোমের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ের সময় প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।