হাফসা উত্তরা : রাজধানীর মিরপুর-১২ সিরামিক বস্তিতে গতকাল মধ্যরাতে অভিযান চালিয়েছেন দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের একটি চৌকস টিম।
এ সময় তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম ও জাকিরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রাত ২.০০ ঘটিকা হতে সকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত দিয়াবাড়ি আর্মি ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১২ এর সিরামিক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেলিমও জাকিরসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন তারা।
এছাড়াও ১টি ডেমো পিস্তল, ১২০ পিস ইয়াবা, নগদ ৩৬,৩৪৫.০০ টাকা, গাঁজা, ৫ বোতল মদ ও কিছু সংখ্যাক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার পরবর্তীতে তাদেরকে মিরপুর পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা জানান,
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।