অনলাইন ডেস্ক: চীনে মোবাইল ফোনসেট উৎপাদন বন্ধ করলো দক্ষিণ কোরীয় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। চীনে অবস্থিত তাদের সর্বশেষ কারখানাটি বুধবার (২ সেপ্টেম্বর) বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় বিশ্বের শীর্ষ এই স্মার্টফোন কোম্পানি।
যদিও বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীন। এদিকে সোনি-র পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা তাদের বেইজিংয়ে স্মার্টফোন কারখানা বন্ধ করছে এবং শুধু তাইল্যান্ডে স্মার্টফোন উৎপাদন করবে।
ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলোয় যেখানে উৎপাদন খরচ তুলনায় কম, সেখানে ইতোমধ্যেই উৎপাদন ব্যবস্থা ও পরিকাঠামো সম্প্রসারিত করেছে স্যামসাং।
স্যামসাং বিশ্বের বৃহত্তম মোবাইল হ্যান্ডসেট কারখানা নয়ডায় গড়ে তুলেছে, যেখানে উৎপাদনও ইতোমধ্যেই চালু হয়েছে। চীনে স্যামসাংয়ের স্মার্টফোন উৎপাদন বন্ধ করার অপর কারণ, সেখানে স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় তারা পেরে উঠছে না।