শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

অক্টোবরকে রূপালী ব্যাংকের সাইবার সচেতনতা মাস ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চলতি অক্টোবর মাসকে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক তাদের সব পর্যায়ের কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। একই সঙ্গে এ মাসকে ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছে ব্যাংকটি।

শুক্রবার (১১ অক্টোবর) রূপালী ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে আইটি কর্মকর্তাদের দুই দিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ ঘোষণা দেন।

রূপালী ব্যাংককে ডিজিটালি এক নম্বর ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে এমডি বলেন, ব্যাংক যত বেশি প্রযুক্তি সমৃদ্ধ হবে তত বেশি সাইবার ঝুঁকিতে থাকবে। তাই সাইবার ঝুঁকি মোকাবিলায় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণ। আইটি কর্মকর্তাদের প্রশিক্ষণের পর পর্যায়ক্রমে নির্বাহী কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, রাইট টাইম লিমিডেটের সিইও তৌহিদুর রহমান ভূইয়া, রূপালী ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊধ্র্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com