আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানরা আবারও ক্ষমতায় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘কোনো দেশের ভালো থাকার দায়িত্ব সেই দেশকেই নিতে হবে। আপনি দীর্ঘমেয়াদে কেবল কারো হাত ধরতে পারেন।’
তালেবান আবারও ক্ষমতা দখল করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেভাবে হয়তো হবে না, তবে তারা ক্ষমতায় আসতে পারে।’
ট্রাম্প বলেন, ‘আমরা সেখানে আরো ২০ বছর থাকতে পারি না। আমরা সেখানে ২০ বছর ধরে আছি এবং দেশটিকে সুরক্ষা দিচ্ছি। …অবশেষে তারা নিজেরাই নিজেদের রক্ষা করবে।