আদালত প্রতিবেদক: মানহানির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরেবাংলা নগর থানায় সরকারদলীয় এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে এই সময়ের পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদেশের বিষয়ে নিশ্চিত করেছেন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
বুধবার (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক।
এর আগে গত ২ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকায় ‘পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সংক্ষুব্ধ হয়ে মামলা করেন এমপি সাইফুজ্জামান শিখর। যদিও প্রতিবেদনে তার নাম ছিল না।