জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে এবার স্বর্ণের বাজারে। স্বর্ণের দাম ভরিতে কমেছে এক হাজার ১৬৬ টাকা।
এর ফলে ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) প্রতিভরি স্বর্ণের দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।
বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে বুধবার (১৮ মার্চ) এ বিষয়ে সিদ্ধান্ত হয়। যা আজ থেকে কার্যকর হবে।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিশ্ববাজারে দাম কমার কারণে আমরাও কমিয়েছি। বাংলাদেশের বাজার সব সময় বিদেশনির্ভর। কারণ, আমাদের কোনো কাঁচামালের উৎস নেই।’
সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। যার আগের দাম ছিল ৬১ হাজার ৫২৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ৫৯ হাজার ১৯৪ টাকা থেকে কমে ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। এ হিসেবে ভরিতে দাম কমেছে এক হাজার ১৬৬ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি ৫৪ হাজার ১৭৯ টাকা থেকে কমে ৫৩ হাজার ১২ টাকায় বিক্রি হবে। ফলে ভরিতে দাম কমেছে এক হাজার ১৬৬ টাকা। একই হারে কমে সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতিভরি ৪০ হাজার ২৪০ টাকায় বিক্রি হবে।
অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিভরি রূপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারির দোকান থেকে স্বর্ণের অলংকার কিনতে চাইলে তাকে পাঁচ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এরপর ভরিতে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।
চলতি বছরের ৫ জানুয়ারি প্রথম দফায় স্বর্ণের দাম বৃদ্ধি পায়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫৩ হাজার ১২ টাকা।