রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

লক্ষ্মীপুরে আরো তিনজনের করোনা শনাক্ত, জেলায় মোট অর্ধশতাধিক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২২৭ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নতুন করে আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১জনে।

তবে আক্রান্তদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘন্টায় ২৪জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ছয়জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তবে এর মধ্যে তিনজন পুরাতন রোগী আর তিনজন নতুন রোগী। এদের মধ্যে রামগঞ্জে একজন, রায়পুরে একজন ও কমলনগরে একজনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

জেলায় মোট আক্রান্ত ৫১জনের মধ্যে রামগঞ্জের ১৯জন, সদরের ১৭জন, কমলনগরের সাতজন, রামগতির ছয়জন এবং রায়পুরে দুইজন করোনা আক্রান্ত ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এর মধ্যে রামগঞ্জের একজন, রামগতির একজন ও কমলগরের তিনজন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com