নিজস্ব প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে পিআইবি ই-লার্নিং প্লাটফর্মে ১৫ মে থেকে চারটি কোর্স ও এক জুন ২০২০ থেকে আরো চারটি কোর্স শুরু হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু করোনাভাইরাস ও ঈদ উল ফিতরের কারণে কোর্সগুলোতে অংশগ্রহণের সময় বাড়ানো হয়েছে। এসব কোর্স ১৫ জুন থেকে চালু করা হবে। কোর্সে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে ১৪ জুন পর্যন্ত।
এ বিষয়ে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, দেশের ক্রমশ অবনতিশীল করোনা পরিস্থিতি ও ঈদ উল ফিতরের কারণে শিক্ষার্থীরা নিজেদের আর্থিক ও অন্যান্য সংকটের বিষয়ে নানা মাধ্যমে পিআইবিকে অবহিত করেছেন এবং কোর্সে রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করেন। বিষয়টি সম্প্রতি পিআইবি ও ই-লানিং শিক্ষার্থীদের একটি অনলাইন সভায় উপস্থাপন করা হয় এবং সভায় অংশগ্রহণকারী সবাই বিষয়টিতে সমর্থন দেন। এই অবস্থায় শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হয়েছে।
কোর্সগুলোতে অংশ নিতে চাইলে আগামী ১৪ জুন ২০২০ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। এসব কোর্সের ক্লাশ অনলাইনে শুরু হবে ১৫ জুন ২০২০ থেকে।
ইতোমধ্যে পিআইবি অনলাইনে বেশ কিছু বিষয়ে কোর্স পরিচালনা করে সফলতা পেয়েছে।