আন্তর্জাতিক ডেস্ক : আজ শুক্রবার ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের জিনজিয়ান উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের তথ্য মতে, শুক্রবার বেইজিং সময় ভোর ৫টা ৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। কোনও প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
চীনে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। সিচুয়ানে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে মারা গিয়েছিল সাড়ে ৮৭ হাজারের বেশি মানুষ।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয়। তাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রিখটার স্কেলে ৬ বা তার বেশি মাত্রার যে কোনও ভূমিকম্পকে শক্তিশালী ধরা হয়।