আন্তর্জাতিক ডেস্ক: বৈরুত বিস্ফোরণের পর বিক্ষোভের মুখে পরিবেশমন্ত্রীর পদত্যাগ।
একদিনে লেবানন সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করলেন। রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর শহরজুড়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের তীব্র আন্দোলনের মুখে রোববার (১০ আগস্ট) তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদের পর পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেন।
ব্রডকাস্টার আল জাদিদ জানিয়েছে, পদত্যাগ করলেও দায়িত্বে থেকে যাওয়ার জন্য কাত্তারকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। লেবাননের শাসনব্যবস্থাকে দুর্বল ও ব্যর্থ বলে উল্লেখ করে কাত্তার বলেছেন, শাসনব্যবস্থা পুনর্গঠনের অনেক সুযোগ নষ্ট করেছে দেশটি। বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে তাই তিনিও পদত্যাগ করলেন।
কাত্তার তার পদত্যাগের ঘোষণায় বলেছেন, ‘এই বিশাল বিপর্যয়ের মুহূর্তে আমি সরকারের কাছে আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’
আগের দিন শনিবার (৮ আগস্ট) একাধিক পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেন। ওই দিন প্রধানমন্ত্রী হাসানও আগাম পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দেন, ‘এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগাম পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত।’