আন্তর্জাতিক ডেস্ক: মালিতে সেনা অভ্যুত্থান ও প্রেসিডেন্ট বুবাকার কেইটা ও অন্য শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন (এইউ)। তাদের জরুরি ভিত্তিতে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা।
এক বিবৃতিতে এইউ কমিশনের চেয়ারম্যান মোসা ফাকি মাহামাত বলেছেন, ‘মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা, প্রধানমন্ত্রী (বুবু সিসি) ও মালিয়ান সরকারের অন্য কর্মকর্তাদের জোর করে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান করছি।
অসাংবিধানিক যে কোনও ধরনের কর্মকান্ডের প্রচেষ্টার বিরোধিতা করে ফাকি বিদ্রোহীদের সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। পশ্চিম আফ্রিকান দেশের সংগঠন ইকোওয়াস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে এই রাজনৈতিক সংকট সমাধানে এগিয়ে আসার অনুরোধ করেছেন এইউ কমিশনের প্রধান।
ফাকির বিবৃতির আগেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ মুখপাত্র বলেছেন, মালিতে গুতেরেস দ্রুত ‘সাংবিধানিক আদেশ পুনরুদ্ধার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান করেছেন।