আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বড় ছেলে ও সিনেটর ফ্লাভিও বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) নিজেই এই খবর দিয়েছেন তিনি। অবশ্য তার কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন।
৩৯ বছর বয়সী ফ্লাভিওর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ভালো বোধ করছেন। নিজেকে আইসোলেশনে রাখার পাশাপাশি অ্যান্টি ম্যালেরিয়া ওষুধ ক্লোরোকুইন নিচ্ছেন। করোনার চিকিৎসায় এই ওষুধ নিয়ে বিতর্ক থাকলেও তার বাবা এটি ব্যবহারের পক্ষে কথা বলেছেন।
প্রেসিডেন্ট পরিবারের চতুর্থ সদস্য হিসেবে এই ভাইরাসে আক্রান্ত হলেন ফ্লাভিও। গত মাসে বোলসোনারোর করোনা হয়েছিল। তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর সুস্থ হন ব্রাজিলিয়ান রাষ্ট্র প্রধান।
এরপর ৩৮ বছর বয়সী ফার্স্ট লেডি মিচেল বোলসোনারো কয়েকদিন পর আক্রান্ত হন। তাদের চতুর্থ সন্তান ২২ বছর বয়সী জাইর রেনানের গত সপ্তাহে করোনা ধরা পড়ে।
এই ভাইরাস, যাকে বোলসোনারো সামান্য ফ্লু বলেছেন তাতে এখন পর্যন্ত ব্রাজিলে ৩৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ১৫ হাজারের বেশি।