বুধবার, ০৭ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরে হাজার হাজার নেতা কর্মী শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯ স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার রাতে দেশের পথে রওনা হচ্ছেন খালেদা জিয়া ‘গণমাধ্যম সংস্কারের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত’ এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা টানা ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে একটু ছাড় দিতে হবে : আলী রীয়াজ

গাজীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা শান্ত বাবুর উদ্যেগে বিশেষ দোয়া ও আলোচনা সভা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৫ বার পঠিত

শেখ রাজীব হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ব জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড, মোঃ জাহাঙ্গীর আলমের দিক নির্দেশনায় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবুর উদ্যেগে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৮শে সেপ্টেম্বর সোমবার সন্ধায় গাজীপুরের চান্দনা চ্রৌাস্তা এলাকায় জাহানারা বিজনেস পয়েন্টের মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা শেষে কেক কাটা হয়। গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল ইসলাম রাজিবের সভাপতিত্ব ও সালনা সাংগঠনিক থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মতিউর রহমান মতির সঞ্চালনায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিতো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সোহরাফ হোসেন মাসুদ, পুবাইল থানা ছাত্রলীগ নেতা মিনহাস উদ্দিন মিনহাস, নয়ন শেখ, হাসিবুল হোসেন শান্ত, শাখাওয়াত হোসেন, রনি সরকার মিঠু, মোঃ আলী হোসেন, মোঃ হৃদ্যয় মোল্লা, মোঃ মিয়া শামিম, মোঃ আশিকুর রহমান, সুমন মিয়া, মোঃ মোক্তার হোসেন, কাজী সোহাগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সুমন আহম্মেদ শান্ত বাবু বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের আজকের দিনে জন্ম নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেত্রী ছিলেন। নিজ কর্ম দক্ষতায় তিনি বার বার নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সু সংঘঠিত করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন আজ তা বাস্তবতায় রুপান্তরিত হচ্ছে। বাংলাদেশ আজ উন্নত দেশগুলোর মধ্যে অবস্থান করছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাছিনার জন্মদিন আমি তার দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ্ প্রিয় নেত্রীকে নেক হায়াত দান করুক। সকল স্বপ্ন পুরণ হোক, সবাই জননেত্রী শেখ হাসিনা যেন সুস্থ থাকে সে জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com