নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনের মনোনয়ন ফরম জমা দিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে অনুসারীদের নিয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমার সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রিফাত রাঙ্গা, বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্রনেতা শেখ শহিদুর রহমান পাভেল, শামসুজ্জামান, খুরশিদ জামান আহমেদসহ ডাক্তার, কলেজের অধ্যক্ষ, বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদে আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। লালমনিরহাট-২ আসনের প্রতিটি নাগরিকের সম্মান আর মর্যাদা সমুন্নত রাখা, একটি সুশৃঙ্খল সমাজ গড়া এবং চলমান উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে পথচলাই আমার ইচ্ছা। আমি লালমনিরহাট-২ আসনের প্রতিটি ভোটারের দোয়া, সহযোগিতা, মূল্যবান ভোট ও পরামর্শ কামনা করছি।