বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেয়া হবে না: নাহিদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপির শ্রদ্ধা চব্বিশের অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে : আসিফ মাহমুদ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা স্বাধীনতার ৫৪ বছর পরেও নারীরা বৈষম্যের শিকার পলাতক শক্তি আমাদের ঐক্য ভাঙতে চায়: প্রধান উপদেষ্টা ‘সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে’ গুম খুনের পরিবারের সদস্যদের সন্মানে মিরপুরে স্বেচ্ছাসেবকদলের ইফতার ঠাকুরগাঁওয়ে‘অভাবের’ তাড়নায় ভুট্টা খেতের মধ্যে নবজাতককে ফেলে যান মা । যুক্তরাষ্ট্রের ইয়েমেন হামলার পরিকল্পনা ফাঁস

মিরপুরে অ্যাজাজ প্যাটেলের সিজদা

  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার পঠিত

মিরপুরের স্পিন স্বর্গে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উইকেট উৎসব করেছেন নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল। টাইগারদের ১৪৪ রানে গুঁড়িয়ে দেয়ার পথে এ স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফারের দেখা পাওয়ার পর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ভারতীয় বংশোদ্ভূত।

২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে ক্রিজে নেমেছিলেন। আর অ্যাজাজ প্যাটেলের ঝুলিতে ছিল মাত্র ১ উইকেট। এদিন টাইগারদের পক্ষে মিরপুরের দুর্ভেদ্য পিচে একাই লড়াই করেন জাকির। অন্যদিকে আক্রমণে এসে একের পর এক উইকেট তুলে নেন অ্যাজাজ।

অ্যাজাজের প্রথম শিকার মুমিনুল হক। ১৯ বলে ১০ রান করে তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজকেও ক্রিজে স্থায়ী হতে দেননি তিনি। ৭ বলে ৩ রান করা মেহেদী অ্যাজাজকে তুলে মারতে গিয়ে মিচেল স্যান্টারের হাতে ধরা পড়েন। তিন বলের ব্যবধানে নুরুল হাসান সোহানকেও সাজঘরের পথ দেখান এ কিউই স্পিনার। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

প্যাটেলের বড় শিকার দ্বিতীয় ইনিংসে টাইগারদের নায়ক জাকির। ৮৬ বলে ৫৯ রান করা টাইগার ওপেনারকে ঘূর্ণির ফাঁদে ফেলে নিজের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফাইফারের দেখা পান অ্যাজাজ। জাকিরের উইকেট পাওয়ার পর মাঠের একপাশে সিজদা দিয়ে কৃতজ্ঞা প্রকাশ করেন সৃষ্টিকর্তার প্রতি।

এরপর শরিফুল ইসলামকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটান ১৪৪ রানে। কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার। আর অন্য উইকেটটি দখলে নেন টিম সাউদি।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে ১৮০ রান করেছিল নিউজিল্যান্ড। জয় পেতে দ্বিতীয় ইনিংসে কিউইদের করতে হবে ১৩৭ রান। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com