বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নতুন রেকর্ড গড়ে উচ্ছ্বসিত রোনালদো

  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: রেকর্ড স্পর্শ করেছিলেন মাস খানেক আগেই। একই দলের বিপক্ষে এবার জোড়া গোল করার পথে নতুন উচ্চতায় উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়ে খুবই গর্বিত অনুভব করছেন পর্তুগাল অধিনায়ক।

মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে রোনালদো এখন বিশ্বকাপ বাছাই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪১টি, যা ছাপিয়ে গেছে গুয়াতেমালার কিংবদন্তি স্ট্রাইকার কার্লোস রুইজকে। িনি করেছিলেন ৩৯ গোল (১৯৯৮–২০১৬)।

ম্যাচের ২২তম মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে সমতায় ফেরানো গোলটি করেন রোনালদো। বিরতির ঠিক আগে নুনো মেন্ডেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

তবে শেষ পর্যন্ত রবার্তো মার্টিনেসের দল হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে। জয় পেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাকা হয়ে যেত পর্তুগালের। তবে এখন ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শক্ত অবস্থানে। নভেম্বর উইন্ডোতে পরবর্তী ম্যাচ খেললেই মূল পর্ব নিশ্চিত হওয়ার সম্ভাবনা জাগছে।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১৪৩টি, এই রেকর্ডটিও তার একার। সামনে তার আরেকটি লক্ষ্য। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার অনন্য মাইলফলক ছোঁয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com