ইসরায়েলি অভিযানের কারণে ফিলিস্তিনের গাজার আল-আকসা হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য করা হয় হাজার হাজার রোগী ও চিকিৎসককে। তবে বর্তমানে আল-আকসা হাসপাতালের ছয় শতাধিক রোগী ও স্বাস্থ্যকর্মী কোথায় আছেন, তা কেউ জানেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ তথ্য জানিয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস লেখেন, আল-আকসা হাসপাতালের পরিচালকের কাছ থেকে পাওয়া তথ্য সংকটজনক। হাসপাতালটির ছয় শতাধিক গুরুত্বর রোগী ও স্বাস্থ্যকর্মীকে বাধ্যতামূলক বেরিয়ে যেতে হয়েছে। তাদের কারো বর্তমান অবস্থান কেউ জানেন না।
তিনি জানান, হাসপাতালটি খালি করার ঠিক আগে ডব্লিউএইচওর এক কর্মকর্তা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি
রক্তাক্ত মেঝে আর করিডরে অব্যবস্থাপনার মধ্যেই বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা করাতে দেখা গেছে।
তিনি আরো বলেন, আল আকসা হাসপাতালের চারপাশে সামরিক তৎপরতার কারণে তারা হাসপাতালের কর্মরত তাদের কর্মীদের প্রত্যাহার এবং কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।
এক্স বার্তায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস আরো বলেন, গাজায় এই রক্তপাত বন্ধ হওয়া উচিত।
এর আগে গত দুই দিনে গাজার আল-আকসা হাসপাতাল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেয় মেডিকেল এইড ফর প্যালেস্টানিয়ানস (এমএপি), ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও ডক্টরস উইদাউট বর্ডারস। ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলার মুখে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।