এর চেয়ে ভালো প্রতিশোধের মঞ্চ হয়তো পেত না রিয়াল মাদ্রিদ। গতবার বার্সেলোনার কাছেই স্প্যানিশ সুপার কাপ শিরোপা খুইয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এবার তাদেরই গুঁড়িয়ে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রতিশোধের মঞ্চে রিয়ালের জার্সিতে রীতিমতো জ্বলে ওঠেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার হ্যাটট্রিকের রাতে ৪-১ গোলে বড় জয় পেয়েছে মাদ্রিদ। স্বাভাবিকভাবেই প্রিয় শিষ্যকে প্রশংসার ভেলায় ভাসিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস তার কাজটি দুর্দান্তভাবে করেছে। যদিও সমস্যা এড়ানোর জন্য তাকে শেষদিকে তুলে নিয়েছিলাম। কারণ সে একটা ইনজুরি থেকে কিছুদিন আগে এসেছে। রিয়াল মাদ্রিদের সমর্থকদের মনে সে যেভাবে আশা জাগিয়ে শিরোপা জিতেছে তাতে তার দক্ষতার প্রমাণ পাওয়া যায়। তার প্রতি বিশেষ নজর রাখতেই ম্যাচ শেষ হওয়ার আগে তুলে নিয়েছিলাম।’
আনচেলত্তি আরো বলেন, ‘আমরা জিততে চেয়েছিলাম এবং খুবই বিচক্ষণতার সঙ্গে সেটি করেছি। শুরুটা ভালো হয়নি, কিন্তু আমরা সেখানে ভিনির দুর্দান্ত মুহূর্ত দেখেছি। সেখান থেকেই আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বার্সেলোনা বল নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, সুযোগ খুঁজতে চেয়েছে। কিন্তু ততক্ষণে গোল ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ৪-১। আমরা কোনো চাপ ছাড়াই পুরো খেলাকে নিয়ন্ত্রণ করেছি। আমরা তাতে খুশি।’
ব্রাজিল তারকাকে নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘গতবারের কোপাতে সে গোল করেছিল। এরপরে লা লিগাতেও। প্রতিপক্ষের ডিফেন্ডররা তাকে আটকাতে পারেনি। রোনাল্ড আরাউজোর মতো বিশ্বসেরা ডিফেন্ডারকেও সে পরাস্ত করেছে। ভিনিসিউসের ট্যাকেলের দক্ষতার কারণে আরাউজোও ব্যর্থ হয়েছে।’