সিরাজগঞ্জে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। বুধবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় আজও বন্ধ রয়েছে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড হয় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। চলতি মৌসুমে এ জেলায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।
তিনি জানান, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার জেলার তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।