বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’ রীতিমত উন্মাদনা সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি প্রদর্শিত হচ্ছে সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে। তবে অ্যাকশন নির্ভর সিনেমাটি পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
সিনেমার একটি দৃশ্যে শাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মাথা হাতে করে নিয়ে যেতে দেখা যায়। দৃশ্যটি ব্লার করা হয়নি। এভাবেই সিনেমাটি সারাদেশে প্রদর্শিত হচ্ছে।
ভয়ংকর এ দৃশ্য সেন্সর বোর্ড থেকে কীভাবে ছাড়পত্র পেলো সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কীভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও চলছে বিতর্ক।
এদিকে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে। এমন কী ঐ দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধও হতে পারে বলে জানা গেছে।