শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিথ্যাচারের মাধ্যমে মানুষের নজর ঘোরানোর সুযোগ নেই: আমীর খসরু বাংলাদেশ-মিশর বাণিজ্য জোরদারে বৈঠক: নতুন সম্ভাবনা খুঁজছে দুই দেশ

ঢাবিতে দুই শিক্ষার্থী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ২৯১ বার পঠিত

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় দুজনকে ছয় মাস করে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে দুই শিক্ষার্থীর নাম প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৩ সেপ্টেম্বর ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে অভিযোগ ওঠে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তিন সাংবাদিক ছাত্রলীগের মারধরের শিকার হন। এসময় একজনের কাছ থেকে মোবাইলও কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- স্টুডেন্ট জার্নালের ঢাবি প্রতিনিধি আনিছুর রহমান, বিজনেস বাংলাদেশের আফসার মুন্না ও প্রতিদিনের সংবাদের রাহাতুল ইসলাম রাফি।

প্রক্টর সাংবাদিকদের বলেন, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাই যে, ২৩ তারিখ তাদের কয়েকজন সহকর্মীকে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিকভাবে আঘাত করা হয়েছে। অভিযোগকারীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্নভাবে তদন্ত করি। তদন্ত করতে গিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হলেও পরে আমরা দুজনের সংশ্লিষ্টতা পাই। তাদের ছয় মাস করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর জানান, এটি বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে। তখন আমরা তাদের নাম প্রকাশ করব।

এছাড়া আজ মঙ্গলবারের শৃঙ্খলা পরিষদের এই সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রক্টর। পরে আনুষ্ঠানিক এই সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে জানা গেছে।

সিদ্ধান্তগুলো হলো, প্রশ্নফাঁস ও জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং নয়জনকে সাময়িক বহিষ্কার, বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের চার শিক্ষার্থীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ায় তাদেরকে স্থায়ী বহিষ্কার এবং বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনায় ১৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার।

এছাড়া ডিবি উপ-কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক সাজা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com