বিনোদন ডেস্ক : অস্কার মনোনয়ন পাওয়া এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমাখ্যাত অ্যান্টোনিও বলিভার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২।
এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমায় শামান কারামাকাটে চরিত্রে অভিনয় করেন বলিভার। করোনার লক্ষণ দেখা দিলে গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত শুক্রবার (১ মে) তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমার পরিচালক সিরো গুয়েরা।
বলিভার হুইটোটো সম্প্রদায়ের সদস্য ছিলেন। তার সম্প্রদায়ের শেষ প্রজন্মের একজন ছিলেন তিনি। ২০১৯ সালে নেটফ্লিক্সের গ্রিন ফ্রন্টিয়ার মিনিসিরিজেও অভিনয় করেন এই অভিনেতা।
২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ডিরেকটরস ফোর্টনাইট সেকশনে এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমাটি প্রদর্শন হয়। ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ শাখায় মনোনয়ন জেতে এটি।