এ প্রজন্মের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তবে তাদের মধ্যে কে সেরা তা নিয়ে দ্বন্দ্ব চলছেই। কিন্তু স্মিথের সতীর্থ ডেভিড ওয়ার্নার বলছেন, এ দুজনের মধ্যে কোনো তুলনাই চলে না। সম্পূর্ণ বিপরীতধর্মী দুই মেরুর ব্যাটসম্যান কোহলি-স্মিথ।
সম্প্রতি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে লাইভে ছিলেন ওয়ার্নার। তাতে বিধ্বংসী অজি ওপেনার বলেন, কোহলি-স্মিথ আমার কাছে বিপরীত চরিত্রের। তাদের খেলার ধরন আলাদা। উভয়ের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।
তিনি বলেন, স্মিথ মাঠে নেমে নিজের খেলাটা খেলার চেষ্টা করে। সে ক্রিকেট উপভোগ করে। বড় শট খেলার জন্য মাঠে নামে ও। মাঝ ব্যাটে শট খেলে আনন্দ পায় এ ডানহাতি ব্যাটার।
ওয়ার্নার বলেন, অন্যদিকে বিরাট জানে ক্রিজে সেট হয়ে গেলেই সে দ্রুতগতিতে রান তুলতে পারবে। ও বুঝে, এর ফলে পরে যারা আসবে তাদের জন্য রান তোলার কাজটা সহজ হয়ে যাবে। অধিনায়ক হিসেবে অবগত, ওর দলে অনেক ভালো ক্রিকেটার আছে। তাই বোলারদের মাথায় চড়ে বসে ভারতীয় ব্যাটিং মাস্টার। সোজা ব্যাটে খেলে সে।
কোহলি-স্মিথকে ‘চক অ্যান্ড চিজ’ বলে আখ্যায়িত করেছেন ওয়ার্নার। দুজনের মধ্যে দারুণ মিলও খুঁজে পেয়েছেন তিনি। লিটল ডায়নামাইটখ্যাত ক্রিকেটার বলেন, কোহলি-স্মিথ কখনও আউট হতে চায় না। দুজনই বড় রান করার উদ্দেশ্যে খেলে। ধারাবাহিকভাবে ভালো খেলতে চায় তারা। উভয়ই এক প্রান্ত আগলে রেখে দলীয় ইনিংস গড়তে সহায়তা করে। তাদের মানসিকতা হার না মানা।
ওয়ার্নার বলেন, কোহলি-স্মিথ খেলাটা ধরে। ফলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। আর তারা চটজলদি আউট হয়ে গেলে আমাদের নেমে তা সামাল দিতে হয়। এ এক অদ্ভুত ব্যাপার হয়।
উল্লেখ্য, ক্রিকেটবোদ্ধারা বলেন, ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ধরলে যোজন এগিয়ে কোহলি। আর টেস্ট ফরম্যাটের কথা বললে স্মিথের ধারেকাছে আসবে না কেউ।